কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, ৩ পুলিশ আহত

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, ৩ পুলিশ আহত

শেয়ার করুন

বন্দুকযুদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হালিম মণ্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশের দাবি এ ঘটনায় তাদর ৩ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গতরাত (শনিবার দিবাগত) রাত দেড়টার দিকে শহরের হাউজিং ডি-ব্লক মাঠে  ‘বন্দুকযুদ্ধের’  এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী শহরের হাউজিং ডি-ব্লক মাঠে  অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে  কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য কর গুলি ছোড়ে।  জবাবে পুলিশ ও পাল্টা গুলি চালায়। ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ জানতে পারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম হালিম মণ্ডল। সে পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ‘বন্দুকযুদ্ধে’ ৩ পুলিশ সদস্য আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি সাটার গান, ১টি পাইপ গান, ৩ রাউন্ড গুলি ও ৮’শ পিচ ইয়াবা উদ্ধার  করেছে পুলিশ। নিহত মাদকব্যবসায়ী সদর উপজেলার বড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে।