কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় মুক্তার হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ ব্যাক্তি নিহত হয়ছেন। মঙ্গলবার বেলা ২টার দিকে মিরপুরের চিথলিয়ার মজলিশপুরে এ দূর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বেলা ২টার দিকে কুষ্টিয়া-দৌলতপুর সড়ককের মজলিশপুরে কুষ্টিয়াগামী একটি থ্রি হুইলার পথচারি মুক্তার হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হোন।

পুলিশ সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত মুক্তার হোসেন মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিশপুরের মৃত চালান মন্ডলের ছেলে। তবে পুলিশ ঘাতক থ্রি হুইলার চালককে আটক করতে পারেনি।