কুমিল্লায় ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় ২০ জনের নামে মামলা

কুমিল্লায় ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় ২০ জনের নামে মামলা

শেয়ার করুন

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থানায় ২০জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নিহত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ ও ৭ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।

দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া জানান,ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় ২০জনের নামে মামলা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। তিনি আসামিদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, কুমিল্লায় একটি মামলা হাজিরা দিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে তিতাসের পাশের কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় মনির হোসেন ও তার সহযোগীদের বহনকারী মাইক্রোবাসে গুলি চালিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে আহতদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিন মারা যায়।