কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার পাঁচ বছর

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার পাঁচ বছর

শেয়ার করুন

Screenshot (232)https://youtu.be/ki_TxVdCOYQ
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার চার বছর পার হয়ে গেলেও মামলা চলছে ধীর গতিতে।
২০১৬ সালের ৭ জুলাই ঈদের দিন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের কাছে পুলিশের নিরাপত্তা
চৌকিতে হামলায় চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় দুই পুলিশ সদস্য আনসারুল হক এবং
জহিরুল ইসলাম মারা যান।
ওই সময় আহত হন আরও ১২ পুলিশ সদস্য। নিহত হন ঝর্ণা রাণী ভৌমিক নামে এক নারীও।
পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত হয় জঙ্গি আবির রহমান।

হামলার তিন দিন পর ১০ জুলাই পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বাদী হয়ে
সন্ত্রাসবিরোধী আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে দুই
বছর পর ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর জীবিত ৫ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়
পুলিশ। আর ২৮ নভেম্বর মামলার অভিযোগ গঠন করা হয়। মামলাটি বর্তমানে কিশোরগঞ্জের
স্পেশাল ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, শোলাকিয়ায় হামলার ঘটনায় ২৪জনের সম্পৃক্ততা পাওয়া যায়। জড়িত
সবাই হলি আর্টিজানসহ দেশের বহু জঙ্গি হামলার আসামি। এই ২৪জনের মধ্যে ১৯জনই
বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায়।

বর্তমানে ওই মামলার জীবিত পাঁচ আসমি জেএমবি সদস্য মিজানুর রহমান ওরফে বড়
মিজান, অনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, রাজীব গান্ধী ও জাহিদুল হক তানিম বিভিন্ন
কারাগারে বন্দি রয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, মামলাটি বিচারাধীন রয়েছে।