কাকরাইলে মা-ছেলে খুন: গৃহকর্তা ও তৃতীয় স্ত্রী আটক

কাকরাইলে মা-ছেলে খুন: গৃহকর্তা ও তৃতীয় স্ত্রী আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কাকরাইলে মা-ছেলে খুনের ঘটনায় গৃহকর্তা আব্দুল করিম ও তাঁর তৃতীয় স্ত্রী শারমিন মুক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনেরই ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় কাকরাইলের নিজ বাসায় গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম ও তার ছেলে শাওনকে গলাকেটে হত্যা করা হয়। এরপর গতকাল শামসুন্নাহারের ভাই রমনা থানায় আবদুল করিম এবং তৃতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলছে, পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরেই কাকরাইল ও বাড্ডায় ওই দুই মর্মান্তিক হত্যাকাণ্ড।