কিছু সময়ের জন্য উধাও ট্রাম্পের টুইটার একাউন্ট

কিছু সময়ের জন্য উধাও ট্রাম্পের টুইটার একাউন্ট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ যোগাযোগ রয়েছে। নিয়মিতই তিনি পোস্ট করেন এ মাধ্যমে। তবে এবার ট্রাম্পের সেই টুইটার অ্যাকাউন্টটিই উধাও হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ১১ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। সে সময় তাঁর পেজে প্রবেশ করতে গেলে, ‘দুঃখিত, এই পেজটির অস্তিত্ব নেই’ এমন বার্তা দেখা যাচ্ছিল। এ ঘটনায় অ্যাকাউন্টটির বিষয় তদন্ত করে দেখছে টুইটার কর্তৃপক্ষ।

তারা বলছে, এ ঘটনার জন্য দায়ী তাদের এক কর্মকর্তা। তার সেদিনই চাকরির মেয়াদ শেষের দিন ছিলো। ২০০৯ সালের মার্চে টুইটারে অ্যাকাউন্ট খোলেন ট্রাম্প। বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা চার কোটি ১৭ লাখ। গতকাল অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার পর ট্রাম্পের প্রথম পোস্টটি ছিল রিপাবলিকান পার্টির করছাড়ের পরিকল্পনার বিষয়ে।