এ কেমন মৃত্যু? মেয়ের এইচএসসি পাশে আনন্দ স্থায়ী হলো না বাবা প্রবীর...

এ কেমন মৃত্যু? মেয়ের এইচএসসি পাশে আনন্দ স্থায়ী হলো না বাবা প্রবীর দাসের

শেয়ার করুন

 

এ কেমন মৃত্যু? এইচএসসি পাশের আনন্দ দীর্ঘস্থায়ী হলো না নড়াইলে মহিলা মাদক কারবারীর আমৃত্যু কারাদন্ড
এ কেমন মৃত্যু?
এইচএসসি পাশের আনন্দ দীর্ঘস্থায়ী হলো না
নড়াইলে মহিলা মাদক কারবারীর আমৃত্যু কারাদন্ড

।। কার্ত্তিক দাস, নড়াইল।।

পূজা দাস (১৭)। নড়াইল পৌর সভার কুরিগ্রাম এলাকার মুদি ব্যবসায়ী প্রবীর দাসের মেয়ে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে  এবার সে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৪ দশমিক ৩২ পেয়ে পাশ করে।

পরীক্ষার ফলাফলে খুশি হয়ে রোববার সারাদিন বন্ধু-বান্ধবীদের সঙ্গে হৈ-চৈ করে দিন কাটায়। রাতে বাড়িতে ফিরলে হঠাৎ পেটে গ্যাসের চাপ হয়। দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার হাসপাতালেই তার মৃত্যু হয়।

পূজার মামাতো বোন পুষ্প দাস জানান,পূজা পরীক্ষায় ভালো ফলাফল করায় পরিবারের সবাই খুশি হন। সে নিজেও খুশির জোয়ারে ভাসতে থাকে। যে কারণে সারাটি দিন সে বান্ধবীদের সঙ্গে হৈ-হুল্লোড় করে কাটায়। সন্ধ্যায় বাড়িতে ফিরলে রাত ১০টার দিকে তার পেটে গ্যাসে চাপ বাড়ে। দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আজ সোমবার সকালে সে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায়।