আরিচা পয়েন্টে যমুনার পানি কমতে শুরু করেছে

আরিচা পয়েন্টে যমুনার পানি কমতে শুরু করেছে

শেয়ার করুন

IMG_20201019_173752~2।। মোঃ সোহেল রানা, মানিকগঞ্জ।।
যমুনার পানি মানিকগঞ্জের আরিচা পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৪ সেঃমিঃ কমে বিপৎসীমার ২ সেঃমিঃ উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। অন্যদিকে অভ্যন্তরীণ শাখা নদী ইছামতী, কালীগঙ্গা, ধলেশ্বরী, গাজীখালী ও চিত্রা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বুধবার দুপুর ১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন, পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের পানি পরিমাপক ফারুক আহমেদ। এদিকে জেলার প্রধান নদ-নদী পদ্মা -যমুনায় পানি কমলেও অভ্যন্তরীণ শাখা নদী গুলোতে পানি বৃদ্ধি অব্যহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার নদীতীরবর্তী কয়েক হাজার পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে প্লাবিত এলাকা গুলোতে।