আজ ফুলবাড়ী দিবস

আজ ফুলবাড়ী দিবস

শেয়ার করুন

2ecb1a38feedd50550184520c3a60247-57bfb339a011bনিজস্ব প্রতিবেদক :

আজ ফুলবাড়ী দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে বহুজাতিক জ্বালানি কোম্পানির এশিয়া এনার্জি’র কয়লা প্রকল্পের বিরুদ্ধে, স্থানীয় মানুষের সমাবেশে তৎকালীন বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

আন্দোলনের তীব্রতার মুখে ২০০৬ সালের ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।

দিবসটি উদযাপনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ সোমবার নানা কর্মসূচি নিয়েছে। কমিটির কেন্দ্রীয় নেতারা আজ সকালে ফুলবাড়ীর শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকাতেও পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি, এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার ও ‘ফুলবাড়ী চুক্তি’র পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।