আকিফা মৃত্যুর ঘটনায় হত্যা মামলা: গঞ্জেরাজ বাসের মালিকের জামিন বাতিল

আকিফা মৃত্যুর ঘটনায় হত্যা মামলা: গঞ্জেরাজ বাসের মালিকের জামিন বাতিল

শেয়ার করুন

akifaশরীফুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় মা রিনা খাতুনসহ শিশু আকিফাকে ধাক্কা দেওয়ার ঘটনায় হত্যা মামলা মঞ্জুর হয়েছে। একই সাথে ফয়সাল গঞ্জেরাজ বাসের মালিক ও চালকের জামিন বাতিল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আকিফার বাবার দায়ের করা মামলায় ৩০২ ধারা সংযোজনের জন্য আদালতে একটি আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন কাদেরী। কুষ্টিয়া জেষ্ঠ্য বিচারিক হাকিম এম এম মোর্শেদ আবেদনটি মঞ্জুর করেন।

একই সাথে জিআরও শাখার উপ-পরিদর্শক আজাহার আলী জামিনপ্রাপ্ত দুই আসামী বাসের মালিক ও চালকের জামিন বাতিলের আরেকটি আবেদন করেন। ওই আবেদনটিও মঞ্জুর করেন আদালত। তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে একই আদালত গতকাল সোমবার বাসের মালিক ও চালককে জামিন দিয়েছিলেন।

গত ২৮ আগষ্ট বেলা গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় শহরের চৌড়হাস মোড়ের নয় মাস বয়সী শিশু কন্যা আকিফা নিহত হয়।