‘সাত খুনের দায় র‌্যাবের নয়, অপরাধীর’

‘সাত খুনের দায় র‌্যাবের নয়, অপরাধীর’

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা প্রসঙ্গে বলেছেন, এ ঘটনার দায় র‌্যাবের নয়, যাঁরা অপরাধ করেছেন তাঁদের। ব্যক্তির অপরাধের দায় কখনোই র‌্যাব গ্রহণ করতে পারে না।

বেনজীর আহমেদ শুক্রবার দুপুরে রংপুর শহরের স্টেশন এলাকায় র‌্যাব-১৩ প্রধান কার্যালয়ে দরিদ্র শীতার্ত মানুষজনের মধ্যে র‌্যাবের পক্ষ থেকে কম্বল বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ওই ঘটনার (সাত খুন) পর প্রত্যেককে র‌্যাব থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরপরই র‌্যাবই তদন্ত করে তাঁদের দায়ী করেছে। এরপর তাঁদের বিরুদ্ধে মামলা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এখানে কিন্তু র‌্যাব কোনো অন্যায়কারীকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব প্রতিষ্ঠার পর ১৩ বছরে যেসব র‌্যাব সদস্য অপকর্মে লিপ্ত হয়েছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে। এ পর্যন্ত অনেককে জেলে পাঠানো হয়েছে, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।