নারায়ণগঞ্জে শিশু রিফাত হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে শিশু রিফাত হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশু রিফাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারত মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলো, নিহত রিফাতের ভগ্নিপতি মহিউদ্দিন হাসনাত এবং তার সহযোগী সাইফুল ইসলাম। এ সময় প্রধান আসামি মহিউদ্দিন এজলাসে ছিলেন, আরেক আসামি সাইফুল জামিন পেয়ে পলাতক রয়েছে। নিহত রিফাত মিরপুর বায়তুল মামুর মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র ছিল।

গত ২০১২ সালের ১০ আগস্ট রাজধানীর মিরপুরের তোফাজ্জল হোসেনের ছেলে রিফাতকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে অপহরণ করে তার ভগ্নিপতি মহিউদ্দিন ও তার সহযোগী সাইফুলসহ কয়েকজন। ওই দিনই তারা রিফাতকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাভানা সিটি ভুঁইয়া এলাকায় নিয়ে গলা কেটে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যায়।

পুলিশ মহিউদ্দিন ও সাইফুলকে আটক করলে, মহিউদ্দিন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। পারিবারিক ঝগড়ার জের ধরে শ্যালককে পরিকল্পিতভাবে হত্যা করে বলে জানায় মহিউদ্দিন।