সাহিত্যে নোবেল পেলেন সঙ্গীতশিল্পী বব ডিলান

সাহিত্যে নোবেল পেলেন সঙ্গীতশিল্পী বব ডিলান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেলেন প্রখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ও গীতিকার বব ডিলান। মার্কিন সঙ্গীতের ঐতিহ্যে কাব্যিক মূর্ছনা তৈরি করে তিনি এই পুরস্কার জিতেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডিশ একাডেমি এই পুরস্কার ঘোষণা করে।

bob-dylanআগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে পুরস্কারের ৮০ লাখ ক্রোনার।

নোবেলজয়ী এই সঙ্গীতশিল্পীর আসল নাম রবার্ট অ্যালেন জিমার-ম্যান। সংগীতের বিশ্বমঞ্চে তিনি বব ডিলান নামেই পরিচিত। ডিলনের শ্রেষ্ঠ কাজের মধ্যে অনেকগুলো গত শতকের ৬০ দশকে রচিত হয়েছে।

এসময় তিনি আমেরিকান অস্থিরতার প্রতীক বিবেচিত হতেন। তার কিছু গান, যেমন, ব্লোউইন, দ্য টাইমস দে আর এ চেঞ্জিং যুদ্ধবিরোধী জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিতি পায়।  তার সর্বশেষ অ্যালবা‍ম, ক্রিসমাস ইন দ্য হার্ট। ডিলনের প্রথমদিককার গানের কথা ছিল মূলত রাজনীতি, সমাজ, দর্শন ও সাহিত্যিক প্রভাব সম্বলিত। নিজস্ব সঙ্গীত ধারা প্রসারের পাশাপাশি তিনি আমেরিকার বিভিন্ন ঐতিহ্যবাহী সঙ্গীতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি গ্রামি এ্যাডওয়ার্ড, গোল্ডেন গ্লোব এবং অ্যাকাডেমি পুরস্কার জিতেছেন।

টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিংশ শতকের শ্রেষ্ঠ ১ শ’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তার নাম রয়েছে।