ব্যর্থ কৃষক

ব্যর্থ কৃষক

শেয়ার করুন

কৃষক

কাজল বিনতে শাহিদা

একমুটো বীজ হাতে
দাড়িয়েছি নীলক্ষেতে
ভূমাতার গর্বে গেড়ে দিয়েছি সবগুলো বীজ।
এ আমার অঙ্কুরিত আশার প্রজন্মের ফসল
আমার মন ও মুখের আহার
আমার স্বদেশী সহদরদের পেটের খোরাক।
চৈত্রের খরা শেষে বোশেখের কোলে
সবুজ মাঠ আজ  সোনালী এখন,
বাতাসে ভেসে আসে ফসলের ঘ্রাণ
দুহাতে ক্ষার বিহীন কিছু সোনা মেলে
সফতলার নিশ্বাসে ডুবিয়ে নি বুক।
সফলতার বারুদে বুকের ভেতর প্রজ্জলিত-হচ্ছে এক কুপি আলো।
আমি ভাবুক এক টিবি আলো হাতে দেখি বিশ্ব আলোময়-
ভুলে যায়, আমি  বিহীন পৃথিবী গদ্যময়।
আমার হাতের আলোর কুপি আমার ছিল কালও
আজকে দেখি সেই কুপিটা অন্য ঘরের আলো
বুকের ভেতর জমাট ব্যাথায়  দম বন্ধ হয়ে আসে
অসাঢ় দেহে শুধু হাহাকার করে যায়-
ব্যর্থ কৃষক ব্যর্থ আমি দেশকে বেসে ভালো
আমার ঘরের কুপি নিয়ে ওরা জ্বালে মশালের আলো।