শ্যামল কান্তি লাঞ্ছণার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ

শ্যামল কান্তি লাঞ্ছণার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি লাঞ্ছণার পুরো বিষয়টি একজন বিচারককে তদন্তের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

বুধবার আইন ও সালিশ কেন্দ্রের এক আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শ্যামল কান্তি সেলিম ওসমানধর্ম অবমাননার অভিযোগ তুলে স্কুল শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার ঘটনায় প্রকৃত দোষীদের পুলিশ চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে বলে এ সময় মন্তব্য করেন আদালত।

তিন মাস আগের ওই ঘটনা তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আগামী ৩ নভেম্বরের মধ্যে হাই কোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৬ নভেম্বর বিষয়টি আবার শুনানির জন্য আসবে বলে আদালত জানিয়েছেন।

নারায়ণগঞ্জের যে বিচারক পুলিশের ওই প্রতিবেদন নথিভুক্ত করে রাখেন, তিনি ‘বিচারিক মন প্রয়োগ করেননি’ বলে আদেশে উল্লেখ করেছেন হাই কোর্ট।