চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় ৩জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ৯৮

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় ৩জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ৯৮

শেয়ার করুন

 

চাঁপাইনবাবগঞ্জ
।। নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
২২৯ জনের নমুনা পরীক্ষয় এ ফলাফল পাওয়া যায়। আর মৃত্যু হয়েছে ৩ জনের বলে
জানিয়েছে সিভিল সার্জন অফিস সুত্র।
সুত্র জানায়, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ১৪৮ জনের নমুনা
পরীক্ষায় ৭৪ জন শনাক্ত হয়েছে। আর জেলায় র‌্যাপিড এন্টিজেন্ট টেষ্টে ৭১
জনের নমুনায় ১৮ জন ও জিন এক্সপার্ট টেষ্টে ১০ জনের নমুনা পরীক্ষায় ৬জন
শনাক্ত হয়েছে। আর এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো ২হাজার
২হাজার ১শ ৩১জন। আর এপর্যন্ত জেলায় মারা গেছে ৪০জন।
এদিকে জেলায় সর্বাত্মক লকডাউনের আজ দশম দিন চলছে। আজো পন্যবাহী ট্রাক
ছাড়া দুরপাল্লা ও অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ আছে। ওষুধ, খাবার
দোকান ও মুদিখানা ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ আছে। লকডাউন কার্যকর করতে
পুলিশ তৎপর রয়েছে। বসানো হয়েছে পুলিশের ২৭টি চেকপোষ্ট।