নড়াইলে সন্ধ্যার পর যে রাস্তায় পরিবহন চলে না

নড়াইলে সন্ধ্যার পর যে রাস্তায় পরিবহন চলে না

শেয়ার করুন

narail kalia

ছবি- এটিএন টাইমস

।। কার্ত্তিক দাস, নড়াইল ।।
একেতো ১০ ফুট চওড়া রাস্তা। রাস্তার এক পাশের পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে মোটেও
মাটি নেই। পাশাপাশি দুটি ট্রাক অথবা পিকআপ ভ্যান গাড়িকে ওভারটেক কিংবা সাইড দিতে গেলে অতি সহজেই
খাদে পড়তে হয়। এমন ঝুকির মধ্যে চলাচল করতে হচ্ছে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলি ইউনিয়নবাসিকে।
জেলা সদরে যেতে গেলে ওই একটি রাস্তা ছাড়া বিকল্প আর কোন রাস্তা নেই। সন্ধ্যার পর ওই রাস্তায় কোন
পরিবহনও চলে না। ফলে সন্ধ্যার আগেই এলাকার মানুষকে ঘরে ফিরতে হয়। মঙ্গলবার (১ জুন) সরেজমিন গিয়ে
এমন দৃশ্য দেখা যায়।
কথা হয় পিরোলী গ্রামের গণমাধ্যমকর্মী গোলাম মোর্শেদের সঙ্গে। তিনি এটিএন টাইমসকে বলেন,সদর
উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের শীতলবাটি
গ্রাম পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তার দূরত্ব মাত্র ৯ কিলোমিটার । রাস্তার পিচ উঠে
অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার অনেক স্থানের অর্ধেক অংশের পিচ উঠে গেছে। ১০ ফুট চওড়ার এই
রাস্তার দুই পাশে মাটিও নেই। পাশাপাশি দুটি পিকআপ ভ্যান অথবা বাস-ট্রাক চলাচল করতে পারেনা। সাইড
দিতে গেলে বেশিরভাগ সময় খাদে পড়ে যাবার ভয় থাকে।

narail roadশীতলবাটি গ্রামের কৃষক রোস্তম আলী বলেন,বিল থেকে ফসলের বোঝা মাথায় নিয়ে রাস্তায় উঠতে গেলে
ভাঙ্গাচুরা রাস্তার সঙ্গে গুতা খেয়ে মাথার বোঝা মাটিতে পড়ে যায়। অনেক সময় পায়ের নোখও উঠে যায়। তিনি
বলেন,হাতে টর্চলাইট না থাকলে সন্ধ্যার পর বাজারে যাওয়া যায় না।
পিরোলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও কদমতলা গ্রামের বাসিন্দা মো. কাছেদ মোল্লা ক্ষোভ
প্রকাশ করে বলেন,আমরা গিরামে বসবাস করি বলেই মনে হয় আমাগের কেউ খোজ খবর নেয় না। কোন নেতাও
এলাকায় আসেন না। কি কষ্টের মধ্যে আমরা চলাচল করি তা কেউ দেখেও না বোঝেও না। ভোট আসলি আমাগে
কদর বাড়ে। কত রকমের ওয়াদা করে । কিন্তু ভোটের পরে ফস করে না।
কালিয়া উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. গিয়াস উদ্দীন দুঃখ প্রকাশ করে বলেন,আমি নড়াইল সদর
উপজেলা প্রকৌশলীর দায়িত্বে। কালিয়া উপজেলা প্রকৌশলী সম্প্রতি অন্যত্র বদলি হয়েছেন। কিছুদিন হলো
ভারপ্রাপ্ত হিসেবে কালিয়ার দায়িত্ব পালন করছি। এখানকার কোন বিষয় সম্পর্কে আমার ধারণা নেই। আমি এ
ব্যাপারে আপনাকে কোন সহযোগিতা করতে না পারার জন্য দঃখিত।