৭৫ হাজার টাকা দামের ফোন পাবেন মন্ত্রী-সচিবরা

৭৫ হাজার টাকা দামের ফোন পাবেন মন্ত্রী-সচিবরা

শেয়ার করুন

2018-05-21_bss-13_648805নিজস্ব প্রতিবেদক :

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের মোবাইল ফোন সেট কেনার বিল ১৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করছে সরকার।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়ে বলেন, তাদের মোবাইল ফোনের বিল যতই হোক, তা সরকার বহন করবে। এ ছাড়া যুগ্ম সচিবরা মোবাইল বিল বাবদ দেড় হাজার টাকা পাবেন। এছাড়া সভায় পুরানো আইন সংশোধন কর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। ১৯৭৭ সালে এট অধ্যাদেশ আকারে করা হয়েছিল।