ট্রাম্পের সঙ্গে শিনজো আবের বৈঠক

ট্রাম্পের সঙ্গে শিনজো আবের বৈঠক

শেয়ার করুন

_92494749_036451621-1

বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর জাপানের অগাধ আস্থা রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে  একটি আস্থার সম্পর্ক গড়ে উঠবে বলে বিশ্বাস করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বৃহস্পতিবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠককে, ‘উষ্ণ পরিবেশে খোলামেলা আলোচনা’  হিসেবে বর্ণনা করেছেন জাপানি প্রধানমন্ত্রী।

গত ৮ নভেম্বর ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই ছিল বিদেশী কোনও নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর শিনজো আবে বলেন, তিনি আত্মবিশ্বাসী, ট্রাম্প এমন একজন নেতা, যার ওপর তিনি অগাধ আস্থা রাখতে পারেন। বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত অবশ্য সাংবাদিকদের বলেননি আবে। তিনি বলেন, তারা আবারও বসতে সম্মত হয়েছেন যেখানে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ হবে।