মোজাম্বিকে জ্বালানি তেলবাহী লরি বিস্ফোরণে ৭৩ জন নিহত

মোজাম্বিকে জ্বালানি তেলবাহী লরি বিস্ফোরণে ৭৩ জন নিহত

শেয়ার করুন

24ca7328db584e7e8056e7ee3ee18ce5_18বিশ্বসংবাদ ডেস্ক :

মোজাম্বিকে জ্বালানি তেল বহনকারী একটি লরি বিস্ফোরণে অন্তত ৭৩ জনের মৃত্যুর হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মালাওয়ি সীমান্তের কাছে মোজাম্বিকের পশ্চিমাঞ্চলীয় টেটে প্রদেশের এক গ্রামে এ ঘটনা ঘটে। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গ্রামের লোকজন ওই লরি থেকে পেট্রোল নেওয়ার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। বন্দরনগরী বেইরা থেকে তেল নিয়ে ওই লরি মালাওয়ারির পথে যাচ্ছিল। সেটি দুর্ঘটনায় পড়লে স্থানীয় বাসিন্দারা তেল চুরির চেষ্টা করে এবং তখনই লরি বিস্ফোরিত হয় বলেও খবর এসেছে।

বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আহতদের স্থানীয় টেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থাই গুরুতর।