মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী

মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী

শেয়ার করুন

writer-mir-mosarrafএটিএন টাইমস ডেস্ক:

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ও কালজয়ি গ্রন্থ ‘বিষাদ-সিন্ধু’রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী ১৩ নভেম্বর।

রোববার সকালে রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধীতে পুষ্প করেন জেলা প্রশাসক ও কবি সাহিত্যিকরা। এছাড়া বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীতে জন্ম গ্রহণ করেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক ৩৭টি বই রচনা করেছেন তিনি। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত্যু বরণ করেন।