পাঁচশ-একহাজার রুপির নোট নিয়ে ভোগান্তিতে ভারতীয়রা

পাঁচশ-একহাজার রুপির নোট নিয়ে ভোগান্তিতে ভারতীয়রা

শেয়ার করুন

People queue to deposit 500 and 1000 Indian rupee banknotes inside a bank in Allahabadবিশ্ব সংবাদ ডেস্ক:

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণার ৫ দিন পরও, ভারত জুড়ে ব্যাংকগুলোর সামনে লোকজনের দীর্ঘ লাইন। নতুন নোটের ঘাটতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

রয়টার্স জানিয়েছে, কোথাও কোথাও দীর্ঘক্ষণ লাইনে থেকেও নতুন নোট পাচ্ছেন না গ্রাহকরা। আবার এটিএম বুথ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। নগদ অর্থ সঙ্কটে বিপণী বিতানগুলো বন্ধ হওয়ার উপক্রম।

Bank employees count old 500 Indian rupee banknotes inside a bank in Jammuশনিবার দক্ষিণ দিল্লিতে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একটি শাখায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতণ্ডার পর, গ্রাহকরা কাঁচের প্রবেশদ্বার ভেঙ্গে ফেলারও চেষ্টা করে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সর্বত্রই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি বুঝতে পারছেন, তার সিদ্ধান্তের কারণে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে দুর্নীতির বিরুদ্ধে এই যুদ্ধে ভারতের জনগণ তার পাশে থাকবে বলে আশাবাদী তিনি।