ওবামাকে নরকে যেতে বললেন ফিলিপিনো প্রেসিডেন্ট

ওবামাকে নরকে যেতে বললেন ফিলিপিনো প্রেসিডেন্ট

শেয়ার করুন

_91510917_6942fc53-03ba-4aa1-bd64-3ce0f648c35b

বিশ্বসংবাদ ডেস্ক :

অস্ত্র বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যান করায়,‌-নরকে যাও- বলে আবারো  ওবামাকে  গালি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। এর আগে তিনি ওবামাকে তার মা তুলে গালি দিয়েছিলেন।

মঙ্গলবার রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে তিনি এমন কটু কথা বলেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কাছে কিছু সমরাস্ত্র কেনার প্রস্তাব করা হয়েছিলো। দেশটি সে প্রস্তাব  প্রত্যাখ্যান করেছে। তবে রড্রিগো দুতের্তে বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন। কারণ চীন ও রাশিয়া ফিলিপাইনকে অস্ত্র সরবরাহে আগ্রহী।
_91510917_6942fc53-03ba-4aa1-bd64-3ce0f648c35b
দুতের্তে বলেন, যুক্তরাষ্ট্র ফিলিপাইনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যর্থ হওয়ায়, তিনি তাদের বিদেশ নীতি পুনর্নির্মাণ করছেন। মার্কিনিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন তিনি। মাদকবিরোধী অভিযানের সমালোচনা করায়, ওবামাকে উদ্দেশ্য করে দুতের্তে বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে মানবাধিকার বিষয়ক উপদেশ শুনতে রাজি নয় ফিলিপাইন। মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।