শুভ জন্মদিন সেনাপতি!

শুভ জন্মদিন সেনাপতি!

শেয়ার করুন

%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf

নিজস্ব প্রতিবেদক :

কারোর চোখে বস, আবার কারোর কাছে পাশের বাড়িরই ছেলে। দর্শকদের কাছে বীর; সতীর্থদের কাছে প্রিয়জন, আশ্রয়; আর সাংবাদিকদের কাছে দারুণ এক মানুষ। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই সিংহহৃদ আর কেউ নন, বাংলাদেশ দলের ওয়ানডেও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
_91485146_mash_2দর্শক ঢুকে পড়ার ঘটনা পৃথিবীর অনেক মাঠেই ঘটেছে। এমন দৃশ্য কি কোন মাঠে কখনো ঘটেছে। কিন্তু এখানেই শেষ নয়। এই দর্শককে ভিআইপি গ্যালারিতে বসে বাকি দেখার ব্যবস্থা করেছেন। এমনকি পরেরদিন সকালে থানা থেকে তাকে ছাড়ানোর ব্যবস্থা করেছেন। মহত্ব একেই বলে। এই দৃষ্টান্ত আলবত অনন্য।

full_115480840_1427824173সতীর্থদের কাছে মাশরাফি এক প্রেরণার নাম। অনুজ কেউ উইকেট পেলেই বুকে বুক মিলিয়ে উৎসাহ দেন। তাতে বাড়ে তাদের আত্মবিশ্বাস। অথচ নিজের সাফল্যে একেবারে উচ্ছাসহীন। মনে হয়, এটাই তার দায়িত্ব পালন করছেন মাত্র।

আঘাতকেও তিনি উপেক্ষা করেছেন হেলায়। ৭ বার ইনজুরি স্বত্বেও ফিরেছেন সবুজ গালিচায় রাজার বেশে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে দিয়েছে উপর্যুপরি সাফল্য।
500x350_3cac2bd369fd10a2dec3aec021aab3ef_mash_hondaগল্পের মানুষ মাশরাফি। অন্য ধাতেরও। নন স্টেরিওটাইপ। ভালো থাকতে যতটা চান। অন্যকে ভালো রাখতে চান তারও চেয়ে বেশি। তাইতো মাঠকর্মী থেকে বল বয়, কর্মকর্তা থেকে সাংবাদিক সবার কাছে ভাই। মাশরাফি এলেইিআসর গুলজার হয়।

অগণিত ক্রিকেট ভক্তদের কাছে মাশরাফি ক্রিকেটার নয় কিংবদন্তি। আজ ৫ অক্টোবর। আজ তাঁর জন্মদিন। অনাবিল শুভকামনা সেনাপতি।