মানুষের মস্তিষ্কে ১০ বছর বাঁচে করোনার জীবাণু!

মানুষের মস্তিষ্কে ১০ বছর বাঁচে করোনার জীবাণু!

শেয়ার করুন

Coronavirus-2
বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ৩৭ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ১১ লাখ ৬৪ হাজার লোকের। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির জীবাণু মানুষের মস্তিষ্কে ১০ বছর টিকে থাকতে পারে বলে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ওই গবেষণায় বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, করোনা ভাইরাস মানুষের মস্তিষ্কের কার্যকারিতা ৮ দশমিক ৫ শতাংশ ধ্বংস করে দেয়। এমনকি নানা ধরনের মানসিক সমস্যারও সৃষ্টি করে। খবর আরব নিউজের।

৮৪ হাজার ২৮৫ জনের ওপর সমীক্ষা চালিয়েছে ওই গবেষক দল। সেখানে দেখা গেছে, করোনা থেকে কয়েক সপ্তাহ বা মাস পর মুক্তি পেলেও এর প্রভাব রয়ে যায় রোগীর দেহে।

করোনা থেকে সেরে ওঠার পর অনেকের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এসব ক্ষেত্রে ধরে নিতে হবে তার মস্তিষ্কে এখনো ভাইরাসটির বসবাস।
এর প্রভাব কী পর্যন্ত থাকবে তা নির্ধারণ করতে না পারলেও বিজ্ঞানীরা বলছেন সেরে ওঠার ১০ বছর পর্যন্ত এর প্রভার থাকতে পারে।