ভারতে কোভিড চিকিৎসা কেন্দ্রে আগুন : নিহত ৭

ভারতে কোভিড চিকিৎসা কেন্দ্রে আগুন : নিহত ৭

শেয়ার করুন

Covid center fire_india
ভারতের অন্ধ্রপ্রদেশে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার ভোরে অন্ধ্রের বিজয়াবাডা শহরে অগ্নিকাণ্ডের এ দুর্ঘটনা ঘটে।

কৃষ্ণা জেলা কালেক্টর মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। হাসপাতালটিতে প্রায় ২২ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আমরা   পুরো ভবনটি থেকে সবাইকে সরিয়ে নিচ্ছি। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে, তবে আমাদের নিশ্চিত হতে হবে।’

শেষ খবর পর্যন্ত হোটেলটি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও কয়েকজন ভবনটির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই-তিনজনের অবস্থা গুরুতর।

ভিড-১৯ রোগীদের রাখার জন্য রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ হোটেল স্বর্ণা প্যালেসকে ভাড়া নিয়েছিল।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিও শোক প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

এক টুইটে এ ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছিল। ওই আগুনেরও সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।