পশ্চিমারা ইসলামবিদ্বেষী মনোভাব উসকে দিচ্ছে : এরদোগান

পশ্চিমারা ইসলামবিদ্বেষী মনোভাব উসকে দিচ্ছে : এরদোগান

শেয়ার করুন

Erdogan
ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী মনোভাব বন্ধে পশ্চিমাবিশ্ব পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিপেস তাইয়েপ এরদোগান।  স্থানীয় শনিবার ইস্তানবুলে এক ভাষণে এ কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।

বিশ্বে ইসলামবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়তে উৎসাহিত করছেন পশ্চিমারা অথবা তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ইউরোপীয় ইসলাম, ফরাসি ইসলাম ও অস্ট্রেলিয়ান ইসলাম নামের প্রকল্পগুলো মাথাচাড়া দিয়ে ওঠায় মুসলমানরা আজ চাপে আছেন।
মুসলমানদের ওপর সহিংসতা চালিয়ে এবং বাকস্বাধীনতা কেড়ে নিয়ে পশ্চিমা সরকারগুলো ধর্মীয় মূল্যবোধকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন এরদোগান।

তিনি বলেন, ওইসব দেশে মুসলমানদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তুরস্কের প্রতিষ্ঠানগুলো কাজ করবে।

বেশ কয়েকটি ইউরোপীয় দেশ বিশেষ করে ফ্রান্সে সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে কিছু আইন করা হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পর্যন্ত মুসলিম বিদ্বেষ উসকে দিচ্ছেন।