নিউজিল্যান্ডে নারী পুলিশ সদস্যদের হিজাব পরার অনুমতি

নিউজিল্যান্ডে নারী পুলিশ সদস্যদের হিজাব পরার অনুমতি

শেয়ার করুন

NZ Women police
মুসলিম ধর্মাবলম্বী নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড। দেশটির পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে বিদ্যমান বৈচিত্র্যময় সম্প্রদায়ের প্রতিচ্ছবি হিসেবে সর্বাত্মক সেবা চালুর লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ বাহিনীতে সদ্য যোগ দেয়া কনস্টেবল জিনা আলী হচ্ছেন দেশটির প্রথম হিজাব পরিহিতা পুলিশ সদস্য।
জানা যায়, কনস্টেবল জিনা আলীর জন্ম দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে। সেখান থেকে ছোটবেলাতেই নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। গতবছর ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার পরে পুলিশে যোগ দেয়ার ভাবনা মাথায় আসে জিনার।

কনস্টেবল জিনা আলী বলেন, আমি বুঝতে পারি, আরো মুসলিম নারীদের পুলিশে যোগ দেয়া এবং মানুষকে সহায়তা করা দরকার।

তিনি বলেন, নিউজিল্যান্ড পুলিশের ইউনিফর্মের অংশ হিসেবে হিজাব দেখাতে পারার অনুভূতি খুবই অসাধারণ। আমার মনে হয়, এটা দেখে আরও মুসলিম নারী পুলিশে যোগ দিতে চাইবে। সূত্র: বিবিসি।