প্রয়োজনে উত্তর কোরিয়ায় সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

প্রয়োজনে উত্তর কোরিয়ায় সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

798969বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ বন্ধ, প্রয়োজনে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে জাপান সাগর অভিমুখে উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ১৫ সদস্য দেশের নেত্রীবৃন্দের সামনে পিয়ংইয়ং এর বিরুদ্ধে শিগগিরই নতুন প্রস্তাব তোলা হবে বলে জানান তিনি। এসময় নিকি হ্যালি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা একপ্রকার সামরিক উস্কানি বলেও মন্তব্য করেন।

এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে সেনা অভিযান পরিচালনার বিষয়কে পেন্টাগন গুরুত্বের সাথে দেখছে বলে জানান নিকি। এদিকে তাঁর এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরে যৌথ সামরিক মহড়ার অংশ হিসাবে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।