আন্দোলনের হুমকি মমতার

আন্দোলনের হুমকি মমতার

শেয়ার করুন

এটিএন টিমস ডেস্ক:

আগামী ৩ দিনের মধ্যে নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার আনন্দবাজার পত্রিকা জানায়, নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে দিল্লীতে সিদ্ধান্ত প্রত্যাহারের এই আল্টিমেটাম দেন তিনি। এসময় কোনও প্রধান বিরোধী দলকে না পেলেও সবসময় পাশে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আজাদপুর মঞ্চ এবং রিজার্ভ ব্যাঙ্কের সামনে পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে ক্ষোভে প্রকাশ করেন তারা। এসময় কেন্দ্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মমতা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কেন্দ্র সিদ্ধান্ত ফিরিয়ে না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস।

আজাদপুরের দেয়া ওই বক্তৃতায় মমতা ঘোষণা করেন, সরকার কথা না শুনলে তিনি ভারতের বারাণসী, চন্ডীগড় এবং আমদাবাদে গিয়ে জনসভা করবেন, আন্দোলনে নামবেন।