ফিলিপাইনে বিধ্বস্ত বিমানের ব্লাকবক্স উদ্ধার

ফিলিপাইনে বিধ্বস্ত বিমানের ব্লাকবক্স উদ্ধার

শেয়ার করুন

 

Blac_Box
 ।। এটিএন টাইমস আন্তর্জাতিক ডেস্ক ।।
ফিলিপাইনের সেনাবাহিনীর বিধ্বস্ত বিমানের ব্লাকবক্স অবশেষে উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ব্লাকবক্সটি ফিলিপাইনের জলো দ্বিপ থেকে খুঁজে পাওয়া গেছে। গত রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পাতিকুলে সেনাবাহিনী হারকিউলিস C-130 মডেলের বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৩ বেসামরিক নাগরিকসহ নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। মূলত বিমানটি রানওয়ে হারিয়ে ফেলার পর আবারো নিয়ন্ত্রণে আসার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। আবু সায়াফের মোতো জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে যাচ্ছিলেন সেনারা। সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, বিমানের ডাটা রেকর্ডার থেকে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। বিমানটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি।