কিমের থেকে পাওয়া চিঠির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

কিমের থেকে পাওয়া চিঠির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

শেয়ার করুন

180612100824-u-s-president-trump-meets-north-korean-leader-kim-jong-un-during-landmark-summit-in-singapore-medium-plus-169বিশ্বসংবাদ ডেস্ক :

কিম জং উনের কাছ থেকে পাওয়া একটি চিঠির প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৬ জুলাই উত্তর কোরিয়ার নেকা কিম জং উন ট্রাম্পের কাছে একটি পত্র পাঠান।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় ট্রাম্প টিঠিটি পোস্ট করে একে ভেরি নাইস অর্থাৎ খুবই সুন্দর বলে উল্লেখ করেন। চিঠিতে কিম ট্রাম্পের প্রশংসা করে বলেন, তার চেষ্টা অসাধারণ। আর এ কারণে দুই পক্ষের মধ্যে যে ভরসা তৈরি হয়েছে এতে ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নই পরবর্তী বৈঠককে সামনে নিয়ে আসবে বলেও চিঠিতে উল্লেখ করেন কিম। তবে কিমের পাঠানো চিঠিতে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে কোন কিছুর উল্লেখ নেই।

গত ১২ জুন সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠক করেন ট্রাম্প ও কিম। বৈঠক শেষে সমঝোতার যৌথ ঘোষণায় কোরীয় উপদ্বীপের পূর্ণাঙ্গ পারমাণবিক নিরস্ত্রীকরণ ও সেখানে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়।