৪০ জন ক্রুসহ আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজ

৪০ জন ক্রুসহ আর্জেন্টিনার সাবমেরিন নিখোঁজ

শেয়ার করুন

_98800976_mediaitem98800975বিশ্বসংবাদ ডেস্ক :

আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৪০ জন ক্রুসহ নিখোঁজ হয়েছে দেশটির একটি সাবমেরিন।

দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, এআরএ সান জুয়ান নামের সাবমেরিনটি দক্ষিণ উপকূলীয় উসুয়াইয়া থেকে মার দেল প্লাটো ঘাঁটিতে যাচ্ছিল। রাজধানী বুয়েনস আয়ার্সের ৪০০ কিলোমিটার দক্ষিণে থাকতে বৃহস্পতিবার সাবমেরিনটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়।

বুধবারও ঘাঁটির সঙ্গে ডুবোজাহাজটির সংযোগ ঠিক ছিল বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি। তবে সেটি হারিয়ে গেছে, সেকথা এখনই বলা যায় না বলে উল্লেখ করেন তিনি।

ডুবোজাহাজটির একজন ক্রুর স্বজন অভিযোগ করে বলেন, এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে পরিবারের কারো সাথেই যোগাযোগ করা হয়নি। ১৯৮৫ সাল থেকে ডুবোজাহাজটি আর্জেন্টিনার নৌবাহিনীতে সংযুক্ত ছিল।