২০ বছর মনোচিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন প্রিন্স হ্যারি

২০ বছর মনোচিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন প্রিন্স হ্যারি

শেয়ার করুন

LONDON, ENGLAND - DECEMBER 14: Prince Harry visits Mildmay Hospital, a dedicated HIV hospital on December 14, 2015 in London, England. (Photo by Anwar Hussein/WireImage)

বিশ্বসংবাদ ডেস্ক :

মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর শোক ভুলে যেতে ২০ বছর মনো-চিকিৎসকের তত্ত্বাবধানে কাউন্সেলিংয়ে থাকতে হয়েছিলো বলে জানিয়েছেন ছোট ছেলে প্রিন্স হ্যারি।
5দ্য ডেইলি টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে হ্যারি জানান, মায়ের মৃত্যুর পর দু:খ-কষ্ট কাটাতে, দুই দশক ধরে মানসিক বিশেষজ্ঞের পরামর্শে থাকতে হয়েছে তাকে। তবে বর্তমানে খুব ভালো অবস্থায় আছেন তিনি।Captureব্রিটিশ রাজপরিবারের এই সদস্য আরো জানান, মায়ের মৃত্যুর পর প্রথম দিকে বিশৃঙ্খল জীবন যাপন শুরু করেছিলেন তিনি। কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, বুঝতে পারতেন না। কারও কাছে নিজের আবেগ প্রকাশ করার সুযোগ ছিলো না। রাগ-ক্ষোভ প্রশমিত করতে এক সময় বক্সিং শিখতেও শুরু করেন তিনি।_95664693_diana_91তবে তাতেও সুরাহা হয়নি। বাধ্য হয়েই মনো-চিকিৎসকের সাহায্য নিতে হয়েছে তাকে। এব্যাপারে অবশ্য বড় ভাই উইলিয়াম তাকে সাহায্য করেছেন বলে জানান প্রিন্স হ্যারি।1399