হোয়াইট হাউসে আড়িপাততে যন্ত্র বসিয়েছে ইসরাইল

হোয়াইট হাউসে আড়িপাততে যন্ত্র বসিয়েছে ইসরাইল

শেয়ার করুন

static.politico.comবিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস ও ওয়াশিংটনের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় মোবাইল ফোনে আড়িপাতার যন্ত্র বসিয়েছে ইসরায়েল।

গত বছর দুয়েক ধরে ইসরায়েল এই আড়িপাতার কাজটি চালিয়ে আসছে বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে পলিটিকো সাময়িকীর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ‘স্টিংরেইস’ নামের খুবই ছোট আকারের যন্ত্রটি টেলিযোগাযোগ টাওয়ার থেকে তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি ফোনকল থেকেও উপাত্ত জোগাড় করতে পারে এটি। মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের ওপর আড়িপাততে এসব যন্ত্র বসিয়েছে ইসরাইলি গোয়েন্দারা। তবে, ডাহা মিথ্যা বলে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে কোনো গোয়েন্দা অভিযানে যুক্ত না হওয়ার দীর্ঘ প্রতিশ্রুতি রয়েছে তাদের।