হোয়াইট হাউজের পথে ট্রাম্প

হোয়াইট হাউজের পথে ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। সব রকম জরিপ আর মানুষের প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হোয়াইট হাউজের পথে রয়েছে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে, ২২৮টি ইলেক্ট্রোরাল কলেজ পেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২০৯ টি ইলেক্ট্রোরাল কলেজ।

প্রাপ্ত ফলাফলে হিলারি ক্লিনটন জয় পেয়েছেন নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ইলিনয়স, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউ জার্সি, কানেক্টিকাট, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস ও হাওয়াই রাজ্যে।

আর ট্রাম্প জয়ী হয়েছেন টেক্সাস, আরাকানসাস, সাউথ ক্যারোলাইনা, নর্থ কারোলাইনা ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, ওহাইও, ইন্ডিয়ানা, ওকলাহোমা, ক্যানসাস, নেব্রাস্কা, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইওমিং, মন্টানা, আইডাহো, লুইজিয়ানা, মিসিসিপি, আলবামা ও টেনেসি রাজ্যে। ভোট গণনা এখনো চলছে।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ, দৃষ্টি রাখছেন এই ফলাফলের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীকে জয়ী হতে হলে, ২৭০টি ইলেক্ট্রোরাল কলেজের সমর্থন লাগবে।