হিলারির প্রায় পনের হাজার ইমেইল খতিয়ে দেখার নির্দেশ আদালতের

হিলারির প্রায় পনের হাজার ইমেইল খতিয়ে দেখার নির্দেশ আদালতের

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের ১৪ হাজার ৯০০ ইমেইল ও তাতে সংযুক্ত ফাইল খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।

রাষ্ট্রীয় কাজে হিলারির ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ তদন্তের পর, এফবিআই এসব ই-মেইল শনাক্ত করেছে। রক্ষণশীল গ্রুপ জুডিশিয়াল ওয়াচ ৮ নভেম্বরের নির্বাচনের আগেই, এসব ই-মেইল প্রকাশের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠায়। এরপরই আদালত এ আদেশ দেন। ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি হবে।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ই-মেইল আদান-প্রদান করতেন হিলারি।

বিরোধী শিবিরের অভিযোগ, এভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন তিনি। অবশ্য হিলারি কোনও ভুল করেননি বলে দাবি করে আসছেন। গোয়েন্দা সংস্থা এফবিআই থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ আনা হবে না।