হিটলারের বাড়িটি ধ্বংস করে দেয়া হবে

হিটলারের বাড়িটি ধ্বংস করে দেয়া হবে

শেয়ার করুন

হিটলারের বাড়ি

এটিএন টাইমস ডেস্ক :

অস্ট্রিয়ার যে বাড়িটিতে জার্মানের নাৎসি পার্টির নেতা অ্যাডলফ হিটলার জন্ম নিয়েছিলেন সেটি ধ্বংস করে দেয়া হবে। বিবিসি জানায়, জন্মস্থানটি নিও নাৎসিদের কেন্দ্র হয়ে উঠতে পারে। আর এ কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেই বাড়িটির জায়গায় প্রশাসনিক বা দাতব্য কোনও ভবন গড়ে তোলা হবে বলে অস্ট্রিয়ান দৈনিক ‘ডাই প্রেসে’ জানানো হয়। অস্ট্রিয়া-জার্মান সীমান্তের ব্রানাউ অ্যাম ইন শহরের এই অ্যাপার্টমেন্টে ১৮৯০ সালে জন্ম নিয়েছিলেন হিটলার।

নতুন আইনানুযায়ী সরকার বর্তমান মালিক থেকে বাড়িটি ক্রোক করে নিতে পারবে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উলফগ্যাং সোবোটকা বলেন, বিশেষজ্ঞদের একটি কমিটি বলেছে এই বাড়িটি ধ্বংস করে দেয়া উচিত।