হারিকেন ‘ইরমা’র আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

হারিকেন ‘ইরমা’র আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন

indexবিশ্বসংবাদ ডেস্ক :

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইরমা’। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।

এন্টিগুয়া ও বারবুডার প্রধানমন্ত্রী জানান, তাদের দেশে ঝড়ে অন্তত একজন নিহত হয়েছে আর দেশটির প্রায় ৯০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে।3281এদিকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, সেন্ট মার্টিন ও সেন্ট বার্টস-এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরমা শুরুতেই আঘাত হানে এন্টিগুয়া ও বারবুডায়। এরপর ফ্রান্সের অদূরে সবচেয়ে জনপ্রিয় অবকাশ যাপনের  দ্বীপ সেন্ট মার্টিন ও সেন্ট বার্টসের দিকে ধাবিত হয়। ওই দুটি দ্বীপে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়ে বাতাসের গতি ছিল ঘন্টায় ৩০০ কিলোমিটার।

ক্যাটাগরি-ফাইভ বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা এখন নর্দান ভার্জিন আইল্যান্ডের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে। গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে ইরমাকে বিবেচনা করা হচ্ছে।