হ্যারিকেনের আঘাতে তছনছ ফ্লোরিডা

হ্যারিকেনের আঘাতে তছনছ ফ্লোরিডা

শেয়ার করুন

160901190207-07-hurricane-hermine-0901-super-169

বিশ্ব সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে হ্যারিকেন হারমাইন। এতে অন্তত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকেই।

শুক্রবার ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ১শ’ ৩০ কিলোমিটার। ২০০৫ সালের পর এই প্রথম কোনো হ্যারিকেন ফ্লোরিডায় আঘাত হানলো। এই ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে। বহু গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৩২ হাজার বাড়ির।

রাজ্যের টালাহাসির দক্ষিণে সেডার কি শহরের উপকূলে ১০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। রাজ্যের গভর্নর স্কট জানিয়েছেন, ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের আট হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচ কাউন্টি থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হারমাইন জর্জিয়া ও ক্যারোলিনা রাজ্যেও আঘাত হানতে পারে। এছাড়া আগামী কয়েকদিন পূর্ব উপকূলে ভারি বর্ষণ হতে পারে।