হংকংয়ে আইন পরিষদে চীনবিরোধী ছাত্রনেতার জয়

হংকংয়ে আইন পরিষদে চীনবিরোধী ছাত্রনেতার জয়

শেয়ার করুন

_91026359_mediaitem91026357

বিশ্বসংবাদ ডেস্ক :

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন ২০১৪ সালে স্বাধীনতাপন্থি আন্দোলনের তরুণ ছাত্রনেতা নাথান ল। ভোট গণনা শেষে ডেমোসিস্টো পার্টির এই নেতা আইন পরিষদের আসন নিশ্চিত করেছেন।

চীনা অধ্যুষিত এই বাণিজ্যিক অঞ্চলের আইন ও বাজেট প্রণয়নের ক্ষমতা রাখে আইন পরিষদ। রোববারের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পড়েছে।

হংকংয়ের রাজনীতিতে চীনের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে ২০১৪ সালে আন্দোলন হয়েছিল। যা আমব্রেলা আন্দোলন নামে পরিচিত। সে সময় বিশ্বের অন্যতম বাণিজ্যিক রাজধানী কার্যত অচল হয়ে পড়ে। ওই আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন নাথান ল।

তার দাবি, চীন কমিউনিস্ট শাসিত হলেও, হংকংয়ে পুঁজিবাদী ব্যবস্থা বিদ্যমান। এই দুই নীতির কারণে সংকটে হংকংয়ের রাজনীতি ও অর্থনীতি। স্বাধীনতাপন্থি ইয়ং স্পিরেশন দলও তখন সমর্থন দিয়েছিল। নির্বাচনে তাদের দুই সদস্যও জয় পেয়েছেন।