সোমালিয়ার দুটি সরকারি দপ্তরে আল শাবাবের হামলায় নিহত ১০

সোমালিয়ার দুটি সরকারি দপ্তরে আল শাবাবের হামলায় নিহত ১০

শেয়ার করুন

_102424916_dc054892-1491-4d30-9361-488a2cbbe5cfবিশ্বসংবাদ ডেস্ক :

রমজানের প্রায় দুই মাস পর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রথম বড় ধরনের হামলা চালিয়েছে আল শাবাব জঙ্গি গোষ্ঠি।

সাধারণত রমজানের সময় মোগাদিসুতে হামলার তীব্রতা বৃদ্ধি করে আল শাবাব। তাই রোজার সময় হামলা ঠেকাতে মে মাসে মোগাদিসুজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। শনিবার মোগাদিসুর কেন্দ্রস্থলে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানোর পর সরকারি একটি ভবনে হামলা চালায় জঙ্গিরা, এতে ১০ জন নিহত ও অন্তত ২০ বেসামরিক আহত হয়েছেন।

ওই ভবনটিতে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর আছে এবং পুলিশও ভবনটি ব্যবহার করে। জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।