সুপ্রিমকোর্টেও ধাক্কা খেলেন ট্রাম্প

সুপ্রিমকোর্টেও ধাক্কা খেলেন ট্রাম্প

শেয়ার করুন

Donald Trump_2
ভোটের ফলাফল নিয়ে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন খারিজ করে দিল দেশটির সুপ্রিম কোর্ট। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই ভোটে কারচুপির অভিযোগ তুলছিলেন ট্রাম্প।

বেশ কয়েকটি অঙ্গরাজ্যে মামলাও দায়ের করেছে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবির। যদিও এসব মামলা খারিজ হয়ে গেছে। পেনসিলভানিয়ায় ভোটের ফলাফলের সার্টিফিকেশন প্রক্রিয়া বন্ধ রাখার জন্য তিনি আবেদন করেছিলেন সর্বোচ্চ আদালতে। কিন্তু মঙ্গলবার ট্রাম্পের সেই আবেদন খারিজ হয়ে গেছে।

আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই রায়ের ব্যাখ্যা অবশ্য দেননি। তবে ৯ জন বিচারপতি কেউই এই রায় নিয়ে ভিন্ন মত পোষণ করেননি। এর মধ্যে ট্রাম্প নিযুক্ত ৩ জন বিচারপতিও রয়েছেন।

২০২০ সালের নির্বাচনে হেরে গেলেও তা স্বীকার করতে নারাজ ট্রাম্প। জো বাইডেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, তা এখনও অবধি স্বীকার করেননি ট্রাম্প।