সুইজারল্যান্ডে ট্রেনে আগুন ও হামলা, আহত ৬

সুইজারল্যান্ডে ট্রেনে আগুন ও হামলা, আহত ৬

শেয়ার করুন

_90781163_mediaitem90781162

বিশ্বসংবাদ ডেস্ক :

সুইজারল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ট্রেনে আগুন ধরিয়ে দেয়ার পর, কয়েক যাত্রীকে ছুরিকাঘাত করেছে এক যুবক। আগুন ও ছুরিকাঘাতে এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী যুবক সুইজারল্যান্ডের বাসিন্দা। তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। শনিবারের ওই হামলার সময় সেই যুবকও আহত হয়েছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে সুইজারল্যান্ডের সেন্ট গলেনের সলেজ শহরের স্টেশনে ট্রেনটি পৌছালে ওই যুবক দাহ্য পদার্থ ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। এরপর পরই ট্রেনের যাত্রীদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে সে। শিশু ছাড়া বাকি আহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ।

এ ঘটনার পর পর উদ্ধার অভিযানে অংশ নিতে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়। পুলিশ ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছে।