সির্তে শহরে আইএসের সদরের নিয়ন্ত্রণে সরকারি বাহিনী

সির্তে শহরে আইএসের সদরের নিয়ন্ত্রণে সরকারি বাহিনী

শেয়ার করুন

_90744377_mediaitem90743738

বিশ্বসংবাদ ডেস্ক :

সির্তে শহরে আইএস জঙ্গিগোষ্ঠীর সদরদপ্তর দখলে নেওয়ার দাবি করেছে লিবিয়ার সরকার সমর্থিত সেনাবাহিনী।

জাতিসংঘ সমর্থিত লিবিয়ার জাতীয় সরকারের প্রতি অনুগত বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আইএস-এর সদর দপ্তরের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে এসেছে।

এছাড়া শহরের একটি হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিয়ন্ত্রণও তাদের হাতে। ওই মুখপাত্র আরও জানান, অভিযানে আইএস-এর অন্তত ২০ সদস্য নিহত হয়েছে। পাশাপাশি তাদের তিন সেনাও প্রাণ হারিয়েছেন।

লিবিয়ায় সির্তে শহরটি ভূমধ্যসাগরের কাছে আইএস-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তঘাঁটি। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে শহরটি আইএসের দখলে ছিল।

সরকারপন্থি বাহিনী জানিয়েছে, আইএস জঙ্গিরা এখনো শহরটির তিনটি আবাসিক এলাকা এবং সমুদ্রের কাছে একটি কমপ্লেক্সে অবস্থান নিয়ে আছে। গোটা এলাকা থেকে তাদের বিতাড়িত করতে জোরদার অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী।