সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত

সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ও ভারতসহ চার সদস্য রাষ্ট্র যোগ দিতে অসম্মতি জানানোয়, ইসলামাবাদে হতে যাওয়া ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেছে।

পাকিস্তানের ইসলামাবাদে এবারের সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৯ ও ১০ নভেম্বর। তবে সার্ক সনদ অনুযায়ী, যে কোনও একটি সদস্য রাষ্ট্র অংশ না নিলে সম্মেলন অনুষ্ঠিত হয় না।

‘বিদ্যমান পরিস্থিতিতে’ ইসলামাবাদে হতে যাওয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে না পারার বিষয়টি মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে জানিয়ে দেওয়া হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য কাঠমান্ডু পোস্ট’।

ভারতের মতো বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও সার্ক সম্মেলনে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে। এ নিয়ে, দক্ষিণ এশিয়ার আট জাতির এ জোটের চারটি দেশই পাকিস্তানে অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দিতে অসম্মতি জানালো। সার্কের অন্য সদস্য দেশগুলো হলো—শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপাল।