সামরিক সরকারের নতুন সংবিধান মেনে নিয়েছে থাইল্যান্ডবাসী

সামরিক সরকারের নতুন সংবিধান মেনে নিয়েছে থাইল্যান্ডবাসী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সামরিক সরকার মনোনীত কমিটির তৈরি করা নতুন সংবিধান মেনে নিয়েছে থাইল্যান্ডবাসী। প্রাথমিক ফলের ভিত্তিতে দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

রোববার সেনা সরকারের তৈরি করা সংবিধান অনুমোদন করা না করার প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হয়। বেসরকারী ফলাফল অনুযায়ী ৬১ দশমিক চার পাঁচ শতাংশ লোক এর পক্ষে ভোট দিয়েছেন।

গণভোটের ফল নতুন সংবিধানের পক্ষে যাওয়ায় ২০১৭ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে। যদিও ভবিষ্যৎ সরকারকে সামরিক বাহিনীর নির্দেশিত পথেই দেশ পরিচালনা করতে হতে পারে।

যদিও গণভোট নিয়ে প্রচারণার উপর বিধিনিষেধ থাকায় ভোট পক্ষপাতদুষ্ট হয়েছে বলে অভিহিত করেছে সরকার বিরোধীরা।গণভোটের আগেই দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো নতুন সংবিধান প্রত্যাখ্যান করে।