সামরিক আইন জারির হুমকি দুতের্তের

সামরিক আইন জারির হুমকি দুতের্তের

শেয়ার করুন

_93574975_mediaitem93574974বিশ্বসংবাদ ডেস্ক :

মাদক বিরোধী অভিযান বন্ধের চেষ্টা করা হলে সামরিক আইন জারির হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

তিনি জানান, পরিস্থিতি পাল্টানোর চেষ্টা হলে এই আইন জারি থেকে কেউ তাকে থামাতে পারবে না। শনিবার বিকেলে নিজের শহর দাভাও-এ ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন দুতের্তে। তিনি জানান, সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব হিসেবে সামরিক আইন জারি করতে হলে, দ্বিধাবোধ করবেন না।

সুপ্রিম কোর্টের তোয়াক্কা করবেন না জানিয়ে ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, যে কোনো নাগরিকের জীবন এবং এই জাতিকে বাঁচাতে সব ধরণের বাধা বিপত্তির মুখোমুখি হবেন তিনি। ১৯৮৭ সালের আইন অনুযায়ী, বিদ্রোহ কিংবা রাষ্ট্রীয় সন্ত্রাস আঘাত করলে সামরিক আইন জারির ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পর মাদকবিরোধী অভিযান শুরু করেন দুতের্তে। এই অভিযানে এ পর্যন্ত ৬ হাজার সন্দেহভাজন মাদক ব্যবসায়ী প্রাণ হারিয়েছে। আর এ নিয়ে দেশের বিচারবিভাগ, মানবাধিকার সংগঠণ ও আন্তর্জাতিক মহলের সমালোচনা সইতে হচ্ছে ফিলিপিনো প্রেসিডেন্টকে।