নির্বাচনে হারের জন্য এফবিআই এবং পুতিন দায়ী: হিলারি

নির্বাচনে হারের জন্য এফবিআই এবং পুতিন দায়ী: হিলারি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সরকার গঠনের শতদিন পর নির্বাচন নিয়ে মুখ খুললেন হিলারি ক্লিনটন। জানালেন নির্বাচনে পরাজয়ের জন্য এফবিআই এবং পুতিনই দায়ী।মঙ্গলবার নিউইয়র্কে ওয়ার্ল্ড সামিটের এক অনুষ্ঠানে হিলারি ক্লিনটন জানান, গত নির্বাচন নিয়ে তিনি একটি বই লিখছেন।

যেখানে তিনি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের কারণ চিহ্নিত করার চেষ্টা করেছেন। হিলারি জানান, নির্বাচনী প্রচারণায় ব্যাপক চ্যালেঞ্জ, সমস্যা এবং ঘাটতি ছিল। পরাজয়ের জন্য তৎকালীন এফবিআই পরিচালক জেমস কোমি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন হিলারি।

২০১৬ সালের অক্টোবরের ২৭ তারিখে নির্বাচন হলে জয়লাভ করা সম্ভব হতো বলে মনে করেন হিলারি ক্লিনটন। হিলারি বলেন, তার নির্বাচনী প্রচারণার শেষ ১০ দিনে সব কিছু পাল্টে যায়। নারীদের প্রতি বৈষম্যমূলক রাজনীতিকেও অনেকাংশে দায়ী ছিল বলে জানান হিলারি। সবশেষে উত্তর কোরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির সমালোচনা করেন হিলারি ক্লিনটন।