সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র-কাতারের চুক্তি স্বাক্ষর

সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র-কাতারের চুক্তি স্বাক্ষর

শেয়ার করুন

qatar-usaএটিএন টাইমস ডেস্ক:

সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য কাতারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দোহা সফরের সময় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জুন মাসের শুরুতে কাতারের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ অর্থনৈতিক অবরোধ জারি করে। এরই মধ্যে ‘সন্ত্রাসে অর্থায়নের’ বিরুদ্ধে লড়াইয়ের এই চুক্তি স্বাক্ষরিত হলো। খবরে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ‘সন্ত্রাসবাদে অর্থায়নের’ বিরুদ্ধে লড়াইয়ে কাতারের ভূমিকার প্রশংসা করেছেন।

মঙ্গলবার কাতারের রাজধানী দোহাতে এক যৌথ সংবাদসম্মেলনে এ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানি উপস্থিত ছিলেন।